Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৩:৩৪

মানিকগঞ্জ: পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ বেশি। এছাড়া পারাপারের অপেক্ষায় রয়েছে দেড়শ থেকে দুইশ যাত্রীবাহী বাস।

বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহন ও ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কথা থাকলেও ৩টি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ১৮টি ফেরি চলাচল করছে। বিকেলের মধ্যে আরও দুটি ফেরি বহরে যুক্ত হবার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

পাটুরিয়া ফেরিঘাট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর