Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালপাড় থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৩:২৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খালের পাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মো. জাবেদ হোসেন উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের ফজল আলী বাড়ির জাফর আহমদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘গতকাল বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন জাবেদ। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে গ্রামের লোকজন বামন খালের পাড়ে মৃত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাকে জাবেদ বলে শনাক্ত করেন। তার শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে চোখে-মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।’

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘জাবেদের লাশ পাওয়া গেলেও অটোরিকশার হদিস পাইনি। ধারণা করছি, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। তবে পূর্ব শত্রুতার কোনো বিষয় আছে কি না সেটা আমরা খতিয়ে দেখছি।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল করিম।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর