কুড়িলে প্রাইভেট কারের ধাক্কায় বাসের হেলপার নিহত
২৮ এপ্রিল ২০২২ ০৮:৪৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১২:০৯
ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে প্রাইভেট কারের ধাক্কায় রাশেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি লাল সবুজ পরিবহনের হেলাপার ছিলেন।
কুড়িল বিশ্বরোডে গতকাল বুধবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
লালসবুজ পরিবহনের সহকারী হিসাবরক্ষক শাফায়াত খন্দকার জানান, আমরা জানতে পেরেছি কুড়িল বিশ্বরোডে হেলপার রাশেদ বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই পিছন দিক থেকে একটি প্রাইভেটকার জোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।
তিনি আরও জানান, লাল সবুজ পরিবহন ঢাকা টু নোয়াখালী এলাকায় চলাচল করে। তিনি ওই পরিবহনের হেলপার ছিলেন। রাশেদের বাড়ি নোয়াখালীতে হলেও তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সরকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএস