Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রানা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ২২:৩৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০৩:৫৯

জয়পুরহাট: জয়পুরহাটে শীর্ষ সন্ত্রাসী রানা আহম্মেদকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রানা আহম্মেদ জয়পুরহাট সদর উপজেলার গৌরিপাড়ার ওবাইদুল ইসলামের ছেলে।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় জয়পুরহাট শহরের বাজারগলি সোনারপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, রানা আহম্মেদ দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ছিনতাই করে আসছিলেন। বুধবার ভোরে শহরের বাজারগলি সোনারপট্টি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, অভিযানে রানার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। হত্যা, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি এই রানা।

সারাবাংলা/টিআর

শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী রানা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর