Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৪ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ২২:১৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০৩:৫৩

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চার দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।

তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পচনশীল অনেক পণ্য আমদানি করা হয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। আলোচনাসাপেক্ষে ইদুল ফিতর উদযাপন উপলক্ষে চার দিন এই স্থলব্ন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আতাউর রহমান রাজু জানান, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে ১ মে থেকে ৪ মে পর্যন্ত। এরপর ৫ মে থেকে বন্দরের সব ধরনের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

সারাবাংলা/টিআর

আমদানি-রফতানি বন্ধ ইদুল ফিতর সোনামসজিদ স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর