Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখনই ডেঙ্গু প্রতিরোধ করতে না পারলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ০০:৩৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০১:৫৩

ঢাকা: দেশে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনই প্রতিরোধ করতে না পারলে স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। এমনকি পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হতে পারে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা জনসচেতনতা বাড়াতে কাজ করেছি।

বুধবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) আয়োজিত জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘প্রাক মৌসুম এডিস সার্ভে-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. খুরশীদ বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রধান কারণগুলোই মানুষের তৈরি। ডেঙ্গু প্রকোপের প্রকৃতিগত যেসব কারণ রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ অনেকটাই কষ্টসাধ্য। তবে আমরা মনে করি, সচেতনতা আমাদের অনেকাংশেই মুক্তি দিতে পারে।

তিনি বলেন, করোনা সংক্রমণে আমরা এখন ভালো পরিস্থিতিতে আছি। সেটি আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। এ মুহূর্তে যদি আবার ডেঙ্গু সংক্রমণ বাড়ে, তাহলে পুনরায় আমাদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে। তাই এর আগাম প্রতিরোধ করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, করোনাকালে অসংক্রামক ব্যাধিতে আক্রান্তদের সঙ্গত কারণেই বিড়ম্বনায় ভুগতে হয়েছে। অনেকেই সময়মতো সার্জারিসহ নানা চিকিৎসা নিতে পারেননি। ক্যানসার ও প্রসূতি মায়েরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন। তাই করোনার মতো আরেকটি চ্যালেঞ্জে (ডেঙ্গু) যেন আমরা না পড়ি, সে বিষয়ে সতর্ক হতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদসহ অন্যরা।

সারাবাংলা/এসবি/টিআর

টপ নিউজ ডিজি হেলথ ডেঙ্গু পরিস্থিতি সিডিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর