সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল
২৭ এপ্রিল ২০২২ ২৩:৩২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০৩:০৩
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী সমর্থিত প্রার্থী মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক পদে আওয়ামী সমর্থিত প্রার্থী আবদুন নূর দুলাল বিজয়ী হয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিজয়ী হয়। অন্যদিকে, কোষাধ্যক্ষসহ সাত পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় পেয়েছে।
এর আগে, বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির তৃতীয় তলার কনফারেন্স রুমের সামনে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল, বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় কনফারেন্স রুমের জানালা ও বেলকনি ভাঙচুরের ঘটনাও ঘটে।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: দুই পক্ষে হাতাহাতি-ভাঙচুর, আহত ১০
সারাবাংলা/কেআইএফ/একেএম