Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইলিং দেখছে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ২৩:১০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০২:৫২

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে রাশিয়া।

তিনি বলছেন, রাশিয়ার এই পদক্ষেপ ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’ এবং এর মধ্য দিয়ে গ্যাস সরবরাহকারী হিসেবে রাশিয়ার অবিশ্বস্ততা ফুটে ওঠে।

বুধবার (২৭ এপ্রিল) ইইউ প্রধান তার এই অবস্থানের কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউরোপীয় কমিশন প্রধান আরও বলেন, ইইউভুক্ত দেশগুলোর এ ব্যাপারে জরুরি পরিকল্পনা রয়েছে। কমিশন গ্যাসের বিকল্প সরবরাহ ও মজুত নিশ্চিত করতে কাজ করছে।

উরসুলা ফন ডার লেয়েন বলেন, তারা বিকল্প প্রবাহ সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখা এবং ইউরোপে সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ ও বিশ্ব নেতাদের সঙ্গেও কাজ করছেন।

এদিকে, গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম। এরপর পোল্যান্ড এবং বুলগেরিয়া মস্কোর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল করার’ অভিযোগ তুলেছে বলে জানাচ্ছে বিবিসি।

অপরদিকে, গ্যাস সরবরাহ বন্ধ করার মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ব্ল্যাকমেইল নয়। যে দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আর্থিক খাতে ‘নজিরবিহীন অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে তাদের জন্য গ্যাসের দাম রুবলে পরিশোধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মস্কো, বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উরসুলা ফন ডার লেয়েন টপ নিউজ রাশিয়া রুশ আগ্রাসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর