Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে ‘অসুস্থ হয়ে’ কর্মীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ২০:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে জাহাজে কাজ করার সময় ‘অসুস্থ হয়ে’ এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বন্দরের ১৩ নম্বর বার্থে এ ঘটনা ঘটে।

মৃত আমিন উল্লাহ (৫৫) নগরীর বন্দর থানার ফকিরহাট বড় বাড়ির আব্দুল খালেকের ছেলে। বাড়ি ফেনী জেলায়। তিনি বন্দরে বেসরকারি বার্থ অপারেটরের অধীনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘জাহাজ থেকে কনটেইনার খালাস হচ্ছিল। হ্যাজে কাজ করার সময় উনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে মাথা ঘুরে পড়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, জাহাজে কাজ করার সময় উনি পড়ে গিয়ে আহত হন। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্মী চট্টগ্রাম বন্দর মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর