Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫০ কোটি টাকা পেলে বিশ্বমানের ক্যানসার সেন্টার করতে পারতাম’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৯:৩৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ২৩:১৩

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে কতগুলো রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যানসার অন্যতম। ৫০ কোটি টাকা পেলে বিশ্বমানের ক্যানসার সেন্টার করতে পারতাম।

বুধবার (২৭ এপ্রিল) ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ইদখাদ্য সামগ্রী বিতরণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনির ডায়ালাইসিস দেয়। ৫০০ থেকে এক হাজার টাকার মধ্যে ডায়ালাইসিস দেওয়া হয়। অথচ এজন্য ভারতের একটি কোম্পানিকে দুই হাজার ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। গণস্বাস্থ্যকে এক হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুষকে সেবা দেওয়া যেত।’

গরিব মানুষের সহযোগিতায় সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব একমাত্র সরকারের নয়। দেশে কোটি-খানেক ব্যবসায়ী আছেন। তারা একটু দান করলে ১০ হাজার নয় এক লাখ মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।’

তিনি বলেন, ‘এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের পাঁচ শতাংশ দিয়েছে এবং ভাসানী অনুসারী পরিষদ এই কর্মসূচিতে সহযোগীতা করেছে। ব্যবসায়ীরা ও সরকারের অন্যান্য কর্মকর্তারা যদি বেতনের পাঁচ থেকে ১০ শতাংশ দিতেন তাহলে লক্ষাধিক মানুষকে সহায়তা দিতে পারতাম। কেউ খাবে কেউ খাবে না, এটা হতে পারে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নিতে হয়।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক শওকত আরমান, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, অটোরিকশা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একেএম

গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর