Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নীতিমালা আসছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৯:৩৩

ঢাকা: বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার সংক্রান্ত সার্কুলারসমুহ একত্রিত করে খসড়া নীতিমালা তৈরি করতে সংসদ সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটা সাব-কমিটি গঠন করেছে বেসরকারি বিমান ও পর্টন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি।

এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন সংশোধন বিল-২০২২ আরও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (২৭ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কক্সবাজার ও সিলেট বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ