Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে ভাড়া বেশি নিলে অভিযোগ করুন হটলাইন ১৬১২১ নম্বরে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৯:১৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ২১:৪১

ফাইল ছবি

ঢাকা: লঞ্চের ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগে তিনটি লঞ্চকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৭ এপ্রিল) ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল জানান, বিআইডাব্লিউটিএ’র পক্ষ থেকে লঞ্চ ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ভাড়ার তালিকা কাউন্টারে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং প্রদর্শন করা ভাড়ার তালিকার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগে তিনটি লঞ্চের মালিকপক্ষকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ‘ঈগল-৭’ লঞ্চ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা, ‘প্রিন্স শাকিল-৬’ লঞ্চকে তিন হাজার টাকা এবং এম ভি পুবালী-১ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে রাখা, বেশি ভাড়া না নেওয়া এবং লঞ্চে সক্ষমতার চেয়ে অধিক যাত্রী না ওঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোনো যাত্রী টিকিট কেনায় প্রতারিত হলে ভোক্তা অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে কল করার অনুরোধ করা হয়।

সারাবাংলা/ইউজে/একে

ইদযাত্রা লঞ্চে ভাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর