Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন [রুটিনসহ]

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৮:২২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০২:১৪

ফাইল ছবি: এসএসসি পরীক্ষা

ঢাকা: আগামী ১৯ জনু স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হতে যাচ্ছে। আর এ জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বুধবার (২৭ এপ্রিল) শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের পরীক্ষা শুরু হবে। এরপর ২০ জুন বাংলা দ্বিতীয় পত্র, ২২ জুন ইংরেজি প্রথম পত্র, ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ জুন গণিত, ২৮ জুন গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলার লিখিত পরীক্ষা নেওয়া হবে।

৩০ জুন পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২ জুলাই রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ৩ জুলাই ভূগোল ও পরিবেশ, ৪ জুলাই উচ্চতর গণিত, ৫ জুলাই হিসাববিজ্ঞান, ৬ জুলাই জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা হবে। এসএসসির ব্যবহারিক পরীক্ষা ১৩ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষা ২০২২ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

পরীক্ষার্থীরা ২০ মিনিটের বহুনির্বচনি পরীক্ষার পর রচনামূলক পরীক্ষার জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৪০ মিনিট। দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

১৯ জুন এসএসসি টপ নিউজ পরীক্ষা সময়সূচি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর