Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৭:২৬

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল ধার্য রয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাটের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এ মামলায় জামিন পেলেই কারামুক্ত হতে পারবেন সম্রাট।

জানা যায়, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় এরইমধ্যে জামিন পেয়েছেন তিনি। তবে দুদকের মামলায় কারাগারে রয়েছেন তিনি। এ মামলায় জামিন মঞ্জুর হলেই কারামুক্ত হবেন তিনি।

গত ১৩ এপ্রিল একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১০ এপ্রিল সম্রাটের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এবং অস্ত্র মামলায় দ্বিতীয় অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত থেকে জামিন পান। পরদিন মাদক মামলায় ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত থেকে জামিন পান তিনি।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/এআই/একে

ইসমাইল হোসেন চৌধুরী ক্যাসিনোকাণ্ড সম্রাট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর