বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, ছোট ভাই গ্রেফতার
২৭ এপ্রিল ২০২২ ১৬:১১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৭:২৬
ঝিনাইদহ: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে উদ্ধার হওয়া ছুরি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ এসব তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বড় ভাই ফজলুর রহমানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন হাফিজুর রহমান। তিনি যশোর হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে আমরা খবর পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে যশোর সদরের একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার কালীগঞ্জ উপজলার বারোবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয় ফজলুর রহমানকে। এ ঘটনায় ফজলুর রহমানের ছেলে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে ফজলুরের ছোট ভাই হাফিজুরসহ দুই জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সারাবাংলা/টিআর