Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৫:৫৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:৫৪

বরিশাল: বরিশালের মুলাদীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। তাদের এক জনের বয়স আড়াই বছর, এক জনের বয়স ছয় মাস।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মধ্যে সারিকা আক্তারের বয়স আড়াই বছর। সে আব্দুল জব্বার খানের মেয়ে। আরেক শিশু আরিয়ান খানের বয়স ছয় মাস। তার বাবা জব্বার খানের ভাই সুমন খান।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির সামনে দুই শিশু খেলা করছিল। এসময় আরিয়ান হামাগুড়ি দিয়ে পুকুর পাড়ে গেলে সে একপার্যায়ে পানিতে পড়ে যায়। তাকে পুকুর থেকে ওঠাতে গিয়ে সারিকাও পুকুরে পড়ে যায়।

এদিকে, দুই শিশু পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি বাড়ির কেউ খেয়াল করেননি। পরে দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। দুপুর ২টার দুই শিশুর দেহ পুকুরের পানিতে ভেসে উঠে।

এসময় স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই বাড়িতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/টিআর

২ শিশুর মৃত্যু পুকুরে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর