তারাকান্দায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২
২৭ এপ্রিল ২০২২ ১৫:৩২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৭:২৯
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন।
বুধবার (২৭ এপ্রিল) তারাকান্দার বাগুন্দা নামক স্থানে সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- শেরপুর ঝিনাইগাতির শরাফত আলীর স্ত্রী হনুফা (৫০) ও কানসা গ্রামের নুর ইসলামের ছেলে মাহমুদুল (৩০)।
তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ময়মনসিংহ শেরপুর সড়কের বাগুন্দা মোড় এলাকায় বুধবার সকাল নয়টার দিকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাড়ি দুটি জব্দ করলেও ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
সারাবাংলা/পিটিএম