Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারানো বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৫:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাস চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের মাস্টার কলোনীর বাসিন্দা।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের একটি বাস সীতাকুণ্ড থেকে লিংক রোড দিয়ে নগরীতে প্রবেশ করছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। মোহাম্মদ হোসেন ওই পথ ধরে যাচ্ছিলেন। তিনি বাসচাপায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। দুর্ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি কামরুজ্জামান।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বাসচাপা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর