Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের জন্য নিজেদের তৈরি ২টি ভ্যাকসিনের অনুমতি দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ১৪:৩৪

ফাইল ছবি

১২ বছর বয়সের নিচের শিশুদের জন্য নিজেদের তৈরি দু’টি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের অনুমতি দিয়েছে ভারতের সরকার। করোনা সংক্রমণ হালকা বৃদ্ধি পাওয়ার সময় এই অনুমোদন দিল দেশটি। খবর বিবিসি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া এক টুইটে জানান, ভারত বায়োটেক দ্বারা তৈরি কোভ্যাক্সিন ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

ভারতে ইতোমধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী ও প্রাপ্ত বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আরও দু’টি ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেওয়া হলো। এর মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য করবেভ্যাক্স এবং ১২ বছরের উপরে শিশুদের জন্য দুই ডোজের জাইডাস’র অনুমোদন দেওয়া হয়। করবেভ্যাক্স বর্তমানে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রয়োগ করা হচ্ছে।

জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার অর্থ এই নয় যে ভারত অবিলম্বে ১২ বছরের কম বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করবে। দেশটির ভ্যাকসিন সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটি সবুজ সংকেত পাওয়ার পরই তার প্রয়োগ শুরু হবে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর