Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে বাসচাপায় ৩ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১১:৩১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৪:৩৬

ছবি: সারাবাংলা

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় তিনজন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক ( এসআই) সোলায়মান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— সবজি চাষী তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিবশাচালক সোহেল মিয়া (৩৫)। এর মধ্যে তাজু রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। পরে আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী মহেশপুর সবজিহাটে আসছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক ( এসআই) সোলায়মান ঘটনাস্থল থেকে জানান, গাড়িটি আটক এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এনএস

গাইবান্ধা বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর