পূবাইল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৬ এপ্রিল ২০২২ ২৩:৪১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ০০:০৬
গাজীপুর: গাজীপুরের পূবাইল থানার পূবাইল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মাজুখান প্রাইমারি স্কুলের হল রুমে ছিল এই আয়োজন।
পূবাইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আকতার হোসেনের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সারাবাংলা ডটনেটের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. তাওহীদ কবিরের সঞ্চালনায় এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাঈমুল হাসান, জহিরুল আলম লিটন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক, প্রচার সম্পাদক রবিউল আলম, সদস্য আবু সাইদ চৌধুরী, রিয়াজ খান, আরিফ চৌধুরী ও শাহিন সরকার।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাপ বাবু, ছাত্রলীগ নেতা আরাফাতসহ টঙ্গী ও পূবাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।
সারাবাংলা/টিআর