বাংলাদেশ কখনই শ্রীলংকার মতো হবে না
২৬ এপ্রিল ২০২২ ২১:০৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ০৩:০৩
ঢাকা: বাংলাদেশ কখনই শ্রীলংকার মতো হবে না। কেননা শ্রীলংকায় কিছু ভুল সিদ্ধান্ত এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে দেউলিয়া অবস্থায় চলে গেছে। কিন্তু বাংলাদেশ পরিকল্পনা মাফিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো মেগা প্রকল্পের উদ্দেশ্যই বৃথা যাবে না।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম ও পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদ সাহোনেওয়ার সহিদ শাহীন প্রমুখ।
এম এ মান্নান বলেন, ‘গণমাধ্যম, আমলা, মন্ত্রী সবাই একসঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়নে আরও বেশি করে কাজ করতে হবে। পরকল্পিত উন্নয়ন হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। ফলে কোনো দুর্যোগে সহজই ভেঙে পড়বে না।’
ড. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশ কোনোদিনও শ্রীলংকা হবে না। কেননা আমরা এখনো ঋণ সীমার অনেক নিচে আছি। আমাদের মেগা প্রকল্পের সবগুলোই গুরুত্বপূর্ণ। কোনো প্রকল্প ফেইল করবে না। শ্রীলংকার হাম্মাম টোটা বন্দর তৈরি হয়েছে অপরিকল্পিতভাবে। ফলে তাদের চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজ দিতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জিডিপির আকার অনেক বড়। আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিত উন্নয়ন ও অর্থনীতির পথে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পায় বাজেটের যে আকার ধরা হয় সেটিই প্রতিবছর বাজেটে প্রতিফলন ঘটে। ফলে শ্রীলংকার সঙ্গে তুলনা করে বিরোধী একটা পক্ষ ফায়দা হাসিলের চেষ্ট করছে। যা মোটেও ঠিক নয়।’
প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা সতর্ক রয়েছি। অপ্রয়োজনীয় কোনো ব্যয় সরকার করে না। জনগণের জন্য দেশের প্রয়োজনে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রগতি চলমান থাকবে। গণমাধ্যম দেশের জন্য কাজ করে যাচ্ছে। যেকোনো ভুলক্রটি যেমন ধরিয়ে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব, তেমনি ভালো কাজগুলো তুলে ধরাটাও কর্তব্য।’
ড.শাহনাজ আরেফিন বলেন, ‘যে উন্নয়ন টেকসই নয়, সেটি কোনো উন্নয়নই নয়। তাই সরকার টেকসই উন্নয়ন করে যাচ্ছে। আমরা সবাই মিলেই কাজ করছি। এ দেশ এককভাবে আমলার, রাজনীতিবিদের বা সাংবাদিকদের নয়। সকলের এই দেশ। তাই সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।’
হামিদ-উজ-জামান বলেন, ‘পূর্ণ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকরা। দেশের উন্নয়ন অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
সারাবাংলা/জেজে/পিটিএম