Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের আগেই প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দ‌লিল প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ২০:০৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ২০:০৬

ছবি: সারাবাংলা

বান্দরবান: ইদুল ফিতরের আগেই বান্দরবান রোয়াংছ‌ড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা ঘরের দলিল দরিদ্র পরিবারের মধ্যে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি। এ সময় নির্মাণ করা ১৭৪‌টি ঘ‌রের ম‌ধ্যে ১৬৫‌টি ঘ‌রের দ‌লিল প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬এ‌প্রিল) দুপুরে রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে এ দ‌লিল হস্তান্তর করেন জেলা প্রশাসক। প‌রে রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার নির্মানাধীন ৫৪‌টি ঘ‌র প‌রিদর্শন ক‌রেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, বান্দরবানে যারা প্রধানমন্ত্রীর ঘর পে‌য়ে‌ছেন তারা অত‌্যন্ত হতদ‌রিদ্র। পা‌রিবা‌রিক অবস্থা যাচাই বাছাই‌য়ের মাধ‌্যমেই তা‌দের এ উপহা‌রের ঘর প্রদান করা হ‌য়ে‌ছে। ইদের ঠিক আগেই এ ঘ‌রের দ‌লিল পে‌য়ে অত‌্যন্ত খু‌শি হ‌য়ে‌ছেন এসব উপকার‌ভো‌গীর‌া। ‌

এ ঘটনায় খুশি হয়ে তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তা‌র পরিবারের সকলের জন‌্য দোয়া কর‌ছেন বলে উল্লেখ করেছেন জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি।

এ সময় রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলা‌হি অনুপম, বান্দরবান নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান, পিআইও ময়নুল ইসলামসহ বি‌ভিন্ন কর্মকর্তা ও সাংবা‌দিকর‌া উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উপহার বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর