Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নকে ছড়িয়ে পড়ার আহ্বান

সারাবাংলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২২ ১৯:২০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটে সংগঠনের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের জন্ম। বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনষত্তরের গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, শহিদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, ২০০৮ সালে সেনাসমর্থিত সরকারের বিরুদ্ধে আন্দোলন, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ- সকল লড়াই-সংগ্রামে ছাত্র ইউনিয়নের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে মূলমন্ত্র করে ছাত্র ইউনিয়নের পথচলা।’

বিজ্ঞাপন

‘দীর্ঘসময়ের লড়াই-সংগ্রামে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নিজের জীবন বাজি রাখতেও পিছপা হয়নি। শহিদ মতিউল, কাদের, শাহাদাত, নূতন, আসলাম, সঞ্জয়, টিটো, সুজন, রাজু, বিপ্রদাশসহ শত শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে আপসহীন সংগঠনে পরিণত হয়েছে ছাত্র ইউনিয়ন। বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার আন্দোলন এগিয়ে নিতে ছাত্র ইউনিয়নের সকল নেতাকর্মীকে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ার আহ্বান জানাই। পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্র ইউনিয়নের অগ্রণী ভূমিকা দেখতে চাই’- বলেন অশোক সাহা।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সভায় সংগঠনের সাবেক নেতাদের মধ্যে সাংবাদিক হাসান ফেরদৌস, আরিফ বাচ্চু, রবিন গুহ ও ফজলুল কবীর মিন্টু বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

ছাত্র ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর