Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুডলস কারখানায় লোহার আঘাতে প্রাণ গেল শ্রমিকের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ১৮:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চকলেট-নুডলসের কারখানায় লোহার আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সীতাকুণ্ড উপজেলার মহাদেবপুর এলাকায় ফেভারিটা লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন (১৯) সীতাকুণ্ডের রহমত নগর এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘সকালে কারখানায় কাজ করছিল জাহিদ। পণ্য প্যাকেটজাত করার যন্ত্রের লোহার আঘাত লাগে তার মাথায়। পরে কারখানার কর্মীরাই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফেভারিটা লিমিটেড ব্যবসায়ী রাইসুল উদ্দিন সৈকতের মালিকানাধীন এলবিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। কারখানাটিতে বিস্কুট, নুডলস, চকলেট, কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন হয় বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/আরডি/পিটিএম

মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর