Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় বিশ্বযুদ্ধে আগ্রহ নেই চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২২ ১৮:০৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৮:১১

তৃতীয় বিশ্বযুদ্ধে চীনের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং ওয়েনবিন। মঙ্গলবার (২৬ এপ্রিল) তিনি জানিয়েছেন, তার দেশের সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেন সংঘাতের ইতি দেখতে চায়।

মঙ্গলবারই তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিন রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনে চলমান সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে,  যা মূলত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো কর্তৃক ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ শুরু করেছে।

বিজ্ঞাপন

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ওয়েং ওয়েনবিনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। চীনা এই কূটনীতিক জবাবে বলেন, কেউই চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনাকে উৎসাহ দেওয়া উচিত।

ওয়েং ওয়েনবিনের মতে, ইউক্রেনের সশস্ত্র সংঘাতকে দীর্ঘায়িত হতে দেওয়া উচিত নয়। তিনি নেতিবাচক পরিণতি প্রতিরোধ করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে বলেন, ইউক্রেনীয় সংঘাত শুধুমাত্র ইউরোপ নয়, সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে পারে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপসংহার টেনে বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট সকল পক্ষ নমনীয় হবে এবং উত্তেজনা রোধ করবে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

চীন টপ নিউজ তৃতীয় বিশ্বযুদ্ধ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর