পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা কিমের
২৬ এপ্রিল ২০২২ ১৬:২৩
পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। গতকাল সোমবার (২৫ এপ্রিল) রাতে দেশটিতে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে এই ঘোষণা দেন তিনি। খবর বিবিসি।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) প্রদর্শন করা হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ‘আমরা দ্রুত গতিতে দেশের পারমাণবিক ক্ষমতা জোরদার ও বিকাশের জন্য পদক্ষেপ নেবো। একইসঙ্গে পারমাণবিক বাহিনীকে যেকোনো সময় পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’
এর আগে, গত মার্চে আইসিবিএমএস’র সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মূলত ২০১৭ সালের পর প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতারা নিন্দা জানায়।
সারাবাংলা/এনএস