আ.লীগ এখন আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী দল: মির্জা ফখরুল
২৬ এপ্রিল ২০২২ ১২:৫৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১২:৫৯
ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে চিহ্নিত স্বৈরাচার। বিভিন্ন পত্র পত্রিকা, রিচার্স সেন্টার এবং বিভিন্ন দেশ আওয়ামী লীগকে স্বৈরাচারি দল এবং সরকার হিসাব চিহ্নিত করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সুনির্দিষ্ট ব্যক্তিদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট, সে রিপোর্টে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয় গুলো এসেছে, যা আন্তর্জাতিক বিশ্বে প্রমাণিত হয়ে গেছে।
দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে তারা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী শাসন প্রক্রিয়ার মধ্যে চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সুতরাং এখানে নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার বিষয় নয়। রাষ্ট্রদূতদের আমরা কখনও ডাকি না। তারা দেখা আগেও করতেন এখনও করেন। অফিসে নিয়মিত এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ অনির্বাচিত সরকার পুরোপুরি ভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত এটা সম্পূর্ণভাবে সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যখন তারা গণতন্ত্রের কথা বলে তখন এটা আমাদের কাছে হাস্যকর মনে হয়।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে বিএনপি কখনও নির্বাচনে যাবে না।’
বিএনপির কর্মসূচি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলন বলতে হরতাল, ভাঙচুর নয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আছি।’
ঠাকুরগাঁওয়ে সম্প্রতি উসকানিমূলক ধর্মীয় দাঙ্গা সৃষ্টি ও আদিবাসীদের ভূমি জবর দখলের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার বিষয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ শুধু এখানে নয়, সারা দেশে এই কার্যক্রম চালিয়ে আসছে। এটা নতুন কোনো বিষয় নয়।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।
সারাবাংলা/এমও