আ.লীগ সব কিছু লুট করে নিয়ে চলে যাবে: মির্জা ফখরুল
২৫ এপ্রিল ২০২২ ২১:১১
ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একযুগ ধরে ভয়াভহ কর্তৃত্ববাদী একনায়ক ফ্যাসিবাদি সরকার দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। বর্গীরা যখন এদেশে এসেছিল, সবকিছু লুট করে নিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ সে জন্যই এসেছে। এখান থেকে সব কিছু লুট করে নিয়ে চলে যাবে।
সোমবার (২৫ এপ্রিল) জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে জেলা কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজের ছাত্রলীগের মধ্যে যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে যারা নেতৃত্ব দিলেন তারা সবাই সরকারি দলের ছাত্রলীগের নেতা। অথচ পুলিশ আসামি করলো সেই এলাকার বিএনপি’র সাবেক সভাপতিসহ ২৪ জন অংঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে।’
অথচ খুন করলো যারা, তাদের এখনও গ্রেফতার করা হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যে ব্যক্তি কিছুই জানে না, তাকেই আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে। তাহলে দেখেন দেশের শাসন ব্যবস্থা এখন কেমন চলছে। এদেশের পুলিশ প্রশাসনের অবস্থাটা কি? এদেশের আদালতের অবস্থাটা কি? বিচার ব্যবস্থার অবস্থা কি? আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা সুখী সমৃদ্ধ এবং গণতান্ত্রিক একটা বাংলাদেশ গড়ার জন্য।’
ফখরুল বলেন, ‘কি দুর্ভাগ্য আমাদের দেশ স্বাধীনের ৫০ বছর পরেও আমরা সেই বাংলাদেশ আমরা পাই নাই। আমাদের জীবনের নিরাপত্তা নেই, সন্তানদের কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই, মানুষ যে স্বাস্থ্যসেবা পাবে তার কোন নিশ্চয়তা নেই। শিক্ষাব্যবস্থায় আমার সন্তানরা শিক্ষিত হবে তার কোন নিয়শ্চয়তা নেই। অর্থনীতির লুটপাট চলছে, লক্ষ লক্ষ টাকা পাচার করিয়ে দিচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।
সারাবাংলা/এমও