এবার টিকিট কালোবাজারির সুযোগ নেই: রেলপথমন্ত্রী
২৫ এপ্রিল ২০২২ ২০:০৬
ঢাকা: এবার পবিত্র ইদুল ফিতর উপলক্ষে টিকিট বিক্রির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক করায় ট্রেনের টিকিট কালোবাজারে যায়নি বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, নিজের ভোটার আইডি দিয়েই টিকিট সংগ্রহ করতে হচ্ছে সেখানে কালোবাজারি কী করে হবে। এখানে কালোবাজারির কোনো সুযোগ নেই।
সোমবার (২৫ এপ্রিল) রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে ইদের অগ্রিম টিকিট বিক্রি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এ সময় টিকিট সংগ্রহ করতে আসা মানুষের ভোগান্তি নিয়েও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
টিকিট প্রত্যাশীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘কালকের টিকিটের জন্য যদি মানুষ আজ এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কী করার রয়েছে।’
রেলওয়ের স্বক্ষমতা অনুযায়ী প্রতিদিন যে পরিমাণ টিকিট বিক্রির কথা রয়েছে ততটাই করা হচ্ছে, সেখানে নিয়মের কোনো ব্যতয় হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা একটা সিস্টেম করে দিয়েছি। সেটির মধ্য দিয়েই এগোচ্ছি এবং সেটি সুষ্ঠুভাবেই হচ্ছে।’
অনেকেরই অভিযোগ সহজ ডট কম থেকে টিকিট সংগ্রহ করতে গেলে সব শেষ দেখাচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলপথমন্ত্রী বলেন, ‘সহজও জাতীয় পরিচয়পত্রের ব্যবহার করেই টিকিট বিক্রি করছে। তারা অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করছে। আমরা বাকি অর্ধেক কাউন্টারে বিক্রি করছি।’
মানুষের ভোগান্তির চিত্র পাল্টাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষের তুলনায় আমাদের ট্রেনের সংখ্যা অপ্রতুল। যেখানে প্রতিদিন ৫০ লাখ মানুষ যাতায়াত করবে সেখানে রাস্তার সক্ষমতা যদি থাকে ১৫ লাখের তাহলে তো চাপ পড়বেই। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যে পরিমাণ যাত্রী সে পরিমাণ টিকিট নেই, অতএব সকলেতো টিকিট পাবে না।’
তিনি বলেন, ‘যেখানে ৫ লাখ ট্রেনের যাত্রী রয়েছে সেখানে আমার সক্ষমতা ২০ হাজার।’
এর আগে, কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির চিত্র ঘুরে দেখেন রেলপথমন্ত্রী। কথা বলেন টিকিট প্রত্যাশীদের সঙ্গে।
সারাবাংলা/জেআর/একে