Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ পৌরসভায় ভোট ১৫ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৯:১৭

ঢাকা: আগামী ১৫ জুন জেলার পাঁচ জেলার ৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরভাগুলো হলো গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, সিলেটের বিয়ানিবাজার, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর সদর, ঝিনাইদহ সদর।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে ৬ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বিতীয় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

কমিশন সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, আগামী ১৫ জুন ছয়টি পৌরসভা নির্বাচনের ভোট হবে। এ সব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ নির্বাচন কমিশন পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর