Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামাল আতাতুর্কের সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৮:২৬

ঢাকা: তুরস্কের আঙ্কারায় তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানানোর সময় প্রধান বিচারপতি সেখানে দাঁড়িয়ে থেকে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সমাধিস্থলে রাখা ভিজিটর’স বইতে মন্তব্য লিখেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তুরস্ক সরকারের স্থানীয় প্রশাসনের এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এর আগে, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে ২৩ এপ্রিল তুরস্ক সফরে যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেখানে তিনি ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন।

সে সময় পর্যন্ত অথবা প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানালের আমন্ত্রণে ২৫ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে অংশ নেবেন প্রধান বিচারপতি।

সারাবাংলা/কেআইএফ/আইই

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর