Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে সমঝোতা স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৬:৪৩ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৭:৫২

ঢাকা: বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে নতুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন নিজ দেশের হয়ে এই সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন উপস্থিত ছিলেন।

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ শিরোনামের এই সমঝোতাটি করা হয়।

সমঝোতা স্মারক সইয়ের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেন।

তারা বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন আজ সোমবার তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

সফরের প্রথমদিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করেছেন তিনি।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার যাবেন ম্যারি এলিজাবেথ। তারপর বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন ডেনমার্কের রাজকুমারী।

আগামী বুধবার সকালে কক্সবাজার থেকে সাতক্ষীরায় যাবেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে দেখা করবেন ম্যারি এলিজাবেথ।

এরপর ওই দিনই রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ডেনমার্ক বাংলাদেশ সমঝোতা স্মারক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর