Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল খুবই ইনট্রান্সপারেন্ট কাজ করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১৪:২০

ফাইল ছবি: জাহিদ মালেক

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুবই ইনট্রান্সপারেন্ট কাজ করেছে।

তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে আমাদের কাজ খুবই স্বচ্ছ। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর ভুল তথ্য দিয়েছে, যা স্বচ্ছ নয়।’

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিআইবি প্রতিবেদন বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা অনেকগুলো ঢেউ দেখেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ দেখেছি। চতুর্থ ঢেউ যে আসবে না সেটি কিন্তু হলফ করে কেউ বলতে পারে না। দে আর উজ অলয়েজ পসিবিলিটিজ অব ফোর্থ ওয়েভ। কাজেই আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের শূন্যের কোঠায় মৃত্যু এবং শূন্যের কোঠায় চলে গেছে সংক্রমণ। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের মাস্ক পরতে হবে। যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব রাখতে হবে। যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ করে বুস্টার ডোজ নিয়ে নেবেন। আমরা আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন হাতে নিচ্ছি। বুস্টার ডোজও আপনারা নিয়ে নিলে আমরা সুরক্ষিত থাকন। যে কোনো সময় করোনা বাড়তে পারে। সেজন্য সবাইকে সতর্ক অবস্থায় থাকতে হবে।’

বাড়তি দামে ভ্যাকসিন কেনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে দামের কথা বলা হয়েছে সেটি আমাদের বেলায় প্রযোজ্য নয়। যারা তথ্য দিয়েছে তারা কোথা থেকে তথ্য নিয়েছে আমার জানা নেই। কারণ ভ্যাকসিন কত দিয়ে কিনেছি সেটি তো রেকর্ডে নেই। কাজেই কেউ যদি ভুল তথ্য দেয় সেটি আমরা মেনে নিতে পারব না।’

বিজ্ঞাপন

টিআইবির প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, ‘তাদের প্রতিবেদন যে গ্রহণ করিনি সেটিই বললাম। আমরা অবশ্যই এটি প্রত্যাখ্যান করি।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/একে

জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর