ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ১১:০৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১২:২৬
২৫ এপ্রিল ২০২২ ১১:০৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১২:২৬
নারায়ণগঞ্জ: ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদ হাসান নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) ভোরে মাসদাইর তালা ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ কুমিল্লার দেবিদ্বার থানার শ্রীপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে ও শহরের গলাচিপা এলাকার হুমায়ুন কবিরের বাড়ির ভাড়াটিয়া। তিনি শোভন গার্মেন্টসের প্রিন্ট সেকশনের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ভোরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সারাবাংলা/এএম