Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন: মা-ছেলেকে ছেড়ে দিল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ০০:২৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ০০:৩৪

ঢাকা: রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করা সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংশুকে অবশেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র পাল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রত্মা ও তার ছেলেকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছিল। রাতে তাদের পরিবারের জিম্মায় (মুচলেকা নিয়ে) ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।’

রোববার (২৪ এপ্রিল) সকালে তেঁতুলতলা মাঠ থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। সকালে সৈয়দা রত্না মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে লাইভ করছিলেন। লাইভ করার সময় তাকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ‘সরকারি কাজে তারা আর বাধা দেবেন না- এই অঙ্গীকারে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

ছেড়ে দিল পুলিশ টপ নিউজ তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন মা-ছেলে

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর