Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়ায় ইদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সমন্বিত মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ০০:০৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ০৯:১৬

মানিকগঞ্জ: ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া ফেরিঘাটে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন পদ্মা রিভার ভিউ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্মুক্ত আলোচনায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা পাটুরিয়া ঘাট এবং মহাসড়কের বিভিন্ন সমস্যা এবং করণীয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে এবার ঢাকা-আরিচা ও পাটুরিয়া মহাসড়ক এবং সিংগাইর আঞ্চলিক সড়কের মানিকগঞ্জ সীমানায় পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশের পাশাপশি র‌্যাবের পৃথক তিনটি ভ্রাম্যমাণ (টহল) টিম কাজ করবে।এছাড়া কাজ করবে আনসার সদস্যরাও।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক ভ্রাম্যমাণ আদালত পর্যবেক্ষণে দায়িত্বে থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সভায় পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘ঘাট ও সড়ক পথে যানবাহনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যাত্রী ভোগান্তি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ও পরে দশ দিন অতি জরুরি পণ্য ছাড়া সাধারণ পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে ঘাট। এই কয়দিন ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পারাপার করা হবে। এমনটি জানান বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

বিজ্ঞাপন

তিনি জানান, এবার ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২১টি ফেরি মোতায়েন করা হচ্ছে। বর্তমানে ১৯টি ফেরি থাকলেও আগামী দুদিনের মধ্যে আরো দুটি রো-রো ফেরি তাদের বহরে যোগ হবে। আবহাওয়া অনুকুলে থাকলে তাদের অভিমত নির্বিঘ্নে পার হবে ঘরমুখো ঈদের যাত্রীদের।

মহাসড়কের উন্নয়ন কাজ, লোকাল গাড়ি ও থ্রি হুইলার ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে এমনটা মনে করেন অনেকেই। ঢাকা-আরিচা মহাসড়কের চলমান উন্নয়ন কাজের প্রসঙ্গ টেনে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘ইতিমধ্যে আমাদের সড়ক উন্নয়ন কাজ শেষ হয়েছে। বিভিন্ন স্টপেজ এলাকায় ডিভাইডার বসানো হয়েছে। ফলে আগের মতো দূরপাল্লার বাসগুলোকে আর স্টপেজ এলাকাগুলোতে ধীর গতিতে চলতে হবে না।’

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, শিবালয় সার্কেলের পুলিশ সুপার নুরজাহান লাবনী, র‌্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

ঈদযাত্রা পাটুরিয়া পাটুরিয়া ফেরিঘাট প্রশাসন মতবিনিময়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর