Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁধ ভেঙেছে ছায়ার হাওরে, ডুবছে কয়েক হাজার হেক্টর বোরো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ২১:৪০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২১:৫০

সুনামগঞ্জ: শাল্লার ছায়ার হাওরের মাউতির বাঁধ ভেঙে সুনামগঞ্জের দিরাই, শাল্লা, নেত্রকোনার কালিয়াজুরি, মদন, কিশোগঞ্জের ইটনা, মিঠামইন উপজেলার হাজারও কৃষকের ফসল ডুবে যাচ্ছে।

রোববার (২৪ এপ্রিল) ভোরে বাঁধটি ভেঙে হাওরে পানি ঢুকতে থাকে। এতে ডুবে যাচ্ছে কয়েক হাজার হেক্টর বোরো ধান।

শাল্লার ঘুঙ্গিয়ার গ্রামের কৃষক সুবির সরকার পান্না ও শেকুল মিয়া জানিয়েছেন, তারা নিজেদের ৫০ ভাগ জমি, তাও ধান খড় হাওরেই রয়ে গেছে। কাটা ধানও আনতে পারবে না। জমির ধানও জমিতেই থাকবে।

শাল্লা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ‘হাওরের কৃষকের অর্ধেক জমি ডুবে গেছে।’

তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন দাবি করেছেন, হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ। শনিবার রাত ১১টায় কালবৈশাখী হচ্ছিল। ওই সময় তদারকিতে কেউ না থাকায় বাঁধ ভেঙেছে।

সারাবাংলা/এমও

ছায়ার হাওর বাঁধ বোরো শাল্লার ছায়ার হাওর হাওর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর