ছিনতাইকারী ধরতে চলন্ত ট্রেন থেকে চবি ছাত্রীর লাফ
২৪ এপ্রিল ২০২২ ২০:০৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২১:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াত বাহন শাটল ট্রেনে এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রী ছিনতাইকারীকে ধরতে ট্রেন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন।
রোববার ( ২৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে এলাকায় এই ঘটনা ঘটে৷ ভুক্তভোগী ছাত্রী নন্দিতা দাশ। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী নন্দিতা দাশ বলেন, ‘আজকে আমার পরীক্ষা ছিল। সকালে বটতলী রেলস্টেশন থেকে শাটল ট্রেনে উঠি। ট্রেন ছাড়ার কয়েক মিনিট পর ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক আমার হাত থেকে মোবাইল টেনে নিয়ে যায়। ট্রেনের গতি তখন কম ছিল। যুবককে ধরার জন্য আমিও ট্রেন থেকে লাফ দিই। কিন্তু ধরতে পারেনি।’
ওই ছাত্রী বলেন, ‘ট্রেন থেকে নেমে যাওয়ার সময় আমার ব্যাগ ওইখানেই থেকে যায়। ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসতে হবে। সে কারণে একজন পথচারীর কাছ থেকে ১০০ টাকা নিয়ে পরীক্ষার হলে আসি। পরীক্ষা থাকায় বিষয়টি সঙ্গে সঙ্গে কাউকে জানাতে পারিনি।’
ষোলশহর রেলস্টেশনের পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রীকে লাফ দিতে দেখেছি। আমি তখন অন্য বগিতে ছিলাম। ট্রেন চলন্ত অবস্থায় থাকায় নামতে পারেনি। পরে আমি বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানিয়েছি।’
সারাবাংলা/সিসি/একে