বিমানের ইঞ্জিন থেকে ১০ কেজি সোনা উদ্ধার
২৪ এপ্রিল ২০২২ ১৯:৪২
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ইঞ্জিনের ভেতর থেকে ১০ কেজি ২০৮ গ্রাম সোনা (৮৮ বার) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিদফতর। যার বাজার মূল্য সাত কোটি ৩৫ লাখ টাকা।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫২ ফ্লাইটটি সকাল ১০টায় অবতরণ করে। এরপর বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের কাছে তথ্য আসে এই ফ্লাইটের মাধ্যমে সোনা পাচার হবে। পুরো বিমানবন্দর জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। এর পর বাংলাদেশ বিমানের কার্গো হোলে তল্লাশি চালায় গোয়েন্দা কর্মকর্তারা। তল্লাশির এক পর্যায়ে বিমানের পিছনের দিকে ইঞ্জিনের মধ্যে লুকানো দুটি নেভি ব্লু ও একটি কফি কালারের সেলাইকরা কাপড়ের মধ্যে লুকানো অবস্থায় ৮৮টি সোনার বার পাওয়া যায়।
এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়ার সোনার ওজন ১০ কেজি ২০৮ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৬শ টাকা। এই সোনা বিমানের মালামাল বের করার সময় পাচার হয়ে যেত বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ২০১৩-১৪ অর্থবছর থেকে শুল্ক গোয়েন্দা মোট ২ হাজার ৫০৩ কেজি সোনা আটক করেছে। যার বাজার মূল্য ১ হাজার ২৬৮ কোটি টাকা।
সারাবাংলা/এসজে/পিটিএম