Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ার ৯৯টি অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৭:৩৯

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় ৯৯টি অবৈধ ইটভাটা বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে ৯ উপজেলায় ৯৯টি অবৈধ ইটভাটা বন্ধে রুল বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ব্রাহ্মণবাড়িয়ার ডিসি ও এসপি ও পরিবেশ অধিদফতরের উপ-পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আইনজীবী একিউএম সোহেল রানা।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী একিউএম সোহেল রানা জনস্বার্থে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

আইনজীবী একিউএম সোহেল রানা বলেন, বিদ্যমান আইন লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় ৯৯টি ইটভাটা পরিচালিত হচ্ছে। এ বিষয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশ করে। পরে ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

তিনি আরও জানান, অবৈধ উপায়ে পরিচালিত এসব ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। সংশ্লিষ্টরা সন্তোষজনক পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার ৯৯টি অবৈধ ইটভাটা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর