Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ভ্যানচালক হিরো হত্যার রহস্য উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৭:১২

নাটোর: বড়াইগ্রামে ভ্যানচালক ইয়ামিন সরকার হিরো হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, গত ২৫ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাড়া এলাকার মৃত আয়নাল হক বিদ্যুতের ছেলে হিরোর অটোভ্যান নিয়ে বাইপাস এলাকায় যায়। সেখানে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত স্বপন এবং রনি হোসেন ভ্যানটি থামাতে বলে। ভ্যানটি থামানোর সঙ্গে সঙ্গে তারা ওই ভ্যানে থাকা রশি দিয়ে তার গলায় ফাঁস দিয়ে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই ঘতনায় হিরোর বাবা আয়নাল হক ৬ মার্চ বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। এর সূত্র ধরে তদন্ত শেষে পুলিশ ২৩ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার ফুলবতী এবং জলন্দী গ্রাম থেকে তাদের গ্ৰেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সারাবাংলা/এসএসএ

নাটোর

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর