Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলঙ্গায় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৭:০৬

সিরাজগঞ্জ: সলঙ্গা উপজেলায় মসজিদের ইমামের বেতন তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি আকতার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

রোববার (২৪ এপ্রিল) ভোররাতে রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আকতার হোসেন একই উপজেলার চক মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এদিকে একই মামলায় আরও দুইজনে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। এরা হলেন, চক মনোহরপুর গ্রামের ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চক মনোহরপুর জামে মসজিদের ইমামের বেতন ওঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত খোরশেদ আলম (৫৫) বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। পাশাপাশি র‍্যাব-১২ বরাবর লিখিত অভিযোগকরা হয়। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ধলজান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওইদিন দুপুরে ইউসুফ আলী নামে একজনকে গ্রেফতার করা হয় এবং শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওমর ফারুক শিশিরকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এসএসএ

সলঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর