ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২৪ এপ্রিল ২০২২ ১৬:৪২
ঢাকা: ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টার ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। মোট পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৯০৭ জন।
এবারের পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন ও ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।
একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মেধা তালিকা ও কোটার ভিত্তিতে এ বছর মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিটে ভর্তির সুযোগ পাবেন। বেসরকারি ডেন্টালে মোট ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।
সারাবাংলা/টিএস/এসএসএ