তুরস্কের পর রাশিয়া ও ইউক্রেন যাবেন গুতেরেস, সমালোচনা জেলেনস্কির
২৪ এপ্রিল ২০২২ ১৩:২৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৪:৪৭
রাশিয়া ও ইউক্রেন যাওয়ার আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তুরস্ক সফর করবেন বলে জানিয়েছে অন্তর্জাতিক সংস্থাটি। চলমান দুই দেশের যুদ্ধ বন্ধের জন্য গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে তুরস্ক। তবে ইউক্রেনের আগে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করার কারণে গুতেরেসের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরা।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) তুরস্কের আঙ্কারা সফরে যাবেন গুতেরেস। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এরপর আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) রাশিয়া এবং বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেনে যাবেন জাতিসংঘের মহাসচিব। আর এ কারণেই আন্তর্জাতিক সংস্থাটির প্রধানের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের রাজধানীতে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘প্রথমে রাশিয়া এবপর ইউক্রেনে যাওয়াটা ভুল। এই ভ্রমণসূচির কোনো ন্যায়বিচার এবং কোনো যুক্তি নেই।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধ ইউক্রেনে চলছে, মস্কোর রাস্তায় কোনো লাশ নেই। তাই প্রথমে ইউক্রেনে যাওয়া এবং সেখানকার লোকজন ও দখলদারিত্বের পরিণতি দেখা যৌক্তিক হবে।’
একইসঙ্গে চলমান যুদ্ধের অবসানের জন্য পুনরায় আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সারাবাংলা/এনএস