যানবাহনের চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে
২৪ এপ্রিল ২০২২ ১২:৫২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৪:২৫
মুন্সীগঞ্জ: ইদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। বোরবার (২৪ এপ্রিল) সকাল থেকেই বাড়তি যানবাহন লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মাত্র সাতটি ফেরি চলাচলের কারণে ঘাট পারাপারের অপেক্ষা ক্রমেই বড় হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকসহ ছোটবড় দুই শতাধিক যানবাহন। ফেরির তুলনায় লঞ্চে যাত্রীর আগ্রহ বেশি দেখা গেছে। এই নৌরুটে ছোটবড় মিলিয়ে মাত্র সাতটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল সাড়ে ৬টা থেকে এ নৌরুটে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন। স্পিডবোট চলাচল করবে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করবে রাত ৮টা পর্যন্ত।
শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিমুলিয়া ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। দক্ষিণবঙ্গের অন্যতম এ নৌরুটে ভোর থেকে ১টি মিনি রো-রো ফেরি, ২টি মিডিয়াম ও ২ টি ডাম্প ফেরিসহ সর্বমোট সাতটি ফেরি চলাচল করছে। সকাল থেকে যানবাহনের চাপ ছিল। তবে দুপুর নাগাদ চাপ কমে যাবে বলে আশা করছি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোট সাতটি ফেরি চলাচল করছে। তবে রাতের বেলায় দুই নৌরুটে ৪টি ফেরি চলাচল করে।
সারাবাংলা/এএম