Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১২:০৭

প্রতীকী ছবি

নওগাঁ: জেলার মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মৃত ওই শিশুটির নাম শাকিলা আক্তার (৮)।

উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড় থেকে গতকাল শনিবার (২৩ এপ্রিল) রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ছাকের আলীর মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন-অর-রশীদ বলেন, গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। রাতে শিশুটির বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে কাপড় ঢোকানো ছিল। এ অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

নওগাঁ শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর