ট্রেনের টিকিট: মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে
২৪ এপ্রিল ২০২২ ১১:২০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১২:৫৫
ঢাকা: পবিত্র ইদুল ফিতরে বাড়ি যেতে টিকিট সংগ্রহে অনেকেই ভোর রাত থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে লাইনে দাঁড়িয়েছেন। আবার কেউ এসেছেন মধ্যরাতে। টিকিট প্রত্যাশীরা জানিয়েছেন, আগের দিন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করা নিয়ে একটা জটিলতার পাশাপাশি সার্ভার জটিলতার কারণে কেউ কেউ টিকিট না পেয়ে দ্বিতীয় দিনেও লাইনে দাঁড়িয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ইদে টিকিট সংগ্রহ করতে লাগবে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ। আর বিদেশিদের ক্ষেত্রে লাগবে পাসপোর্টের ফটোকপি। বিপত্তি বেধেছে এখানেই। রেলওয়ে আগে থেকে ঘোষণা দিলেও টিকিট বিক্রির প্রথম দিনে অনেকেই কাউন্টারে এনআইডি নিতে ভুল করেছেন। আর সেজন্যই প্রথম দিনে দীর্ঘ অপেক্ষা করেও টিকিট সংগ্রহ করতে পারেননি। যে কারণে দ্বিতীয় দিন রোববারও (২৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। কেউ এসেছেন সেহরি খেয়ে, আবার কেউ লাইন ধরেছেন আগের দিন সন্ধ্যা থেকে। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দিনেও সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত।
কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট কাউন্টারের সংখ্যা ২৩টি। এরমধ্যে ১৬টি কাউন্টার থেকে ইদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। একটি এনআইডি দেখিয়ে একেকজন মোট চারটি করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এবার কমলাপুর ছাড়াও রাজধানী ঢাকার আরও চারটি স্টেশন থেকে ইদের অগ্রিম টিকিট বিক্রি চলছে। কোন রুটের টিকিট কোন স্টেশনে পাওয়া যাবে সেসব নির্ণয় করে দেওয়া হয়েছে।
সকল পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাবে কমলাপুর স্টেশন থেকে। চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনে টিকিট পাওয়া যাবে বিমানবন্দর কাউন্টার থেকে, ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে তেঁজগাও কাউন্টারে, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যাবে ক্যান্টনমেন্ট কাউন্টার থেকে আর সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তনগরগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে। এই পাঁচটি কেন্দ্র থেকে ইদ উপলক্ষ্যে টিকিট সংগ্রহ করা যাবে।
অগ্রিম টিকিট বিক্রি শেষ হলে ফিরে আসার জন্য ১ মে থেকে টিকিট বিক্রি শুরু হবে। ৫ মে যাতায়াতের টিকিট পাওয়া যাবে ১ মে, ৬ মে যাতায়াতের টিকিট কাটতে হবে ২ মে, ৭ মে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৩ মে, ৮ মে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৪ মে। ২, ৩ এবং ৪ মে টিকিট বিক্রি হবে চাঁদ দেখার ওপরে নির্ভর করে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ইদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া এবং খুলনা স্পেশাল এক জোড়া। এই বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না।
সারাবাংলা/জেআর/এএম