Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ০৯:৫৮

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. হেলাল সরকার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান মনির এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মো. হেলাল সরকার উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামে বাগান বাড়ির এলাকার মন্টু সরকারের ছেলে।

এ বিষয়ে মনিরুজ্জামান মনির জানান, হেলাল সরকার মোটরসাইকেল চালিয়ে গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে মারাত্মক জখম হন মোটরসাইকেল আরোহী হেলাল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান মনির।

সারাবাংলা/এনএস

মুন্সীগঞ্জ মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর