যাত্রাবাড়ীতে অজ্ঞাত যানের ধাক্কায় যুবক নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ২৩:৫১
২৩ এপ্রিল ২০২২ ২৩:৫১
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অজ্ঞাত যানবাহন ধাক্কায় শফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, বিকেলে রায়েরবাগ জোড়খাম্বা রানা সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।
এসআই বলেন, ‘কোন গাড়ির ধাক্কায় মারা গেছে তা জানা যায়নি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বালিয়া গ্রামে। বর্তমানে থাকেন যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায়। রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় একটি লেদ মেশিনে কাজ করতো শফিকুল।
সারাবাংলা/এসএসআর/পিটিএম